বাজিস-১১ : বান্দরবানে কৃষকদের ফলদ বাগান পরিচর্যা বিষয়ক কর্মশালা

354

বাজিস-১১
বান্দরবান-কর্মশালা
বান্দরবানে কৃষকদের ফলদ বাগান পরিচর্যা বিষয়ক কর্মশালা
বান্দরবান, ২৫ আগস্ট ২০২০ (বাসস) : জেলার থানচি ও রুমা উপজেলায় ফলদ বাগান পরিচর্যা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চল-এর আয়োজনে এ কর্মশালায় ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম নাজমুল হক।
রুমা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে এবং থানচি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবীরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কর্মশালার প্রশিক্ষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক ও কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শাহ নেওয়াজ এবং থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা।
বাসস/সংবাদদাতা/২২১৫/এমকে