বাজিস-১০ : বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার আটশ’ টাকা জরিমানা

199

বাজিস-১০
বগুড়া- জরিমানা
বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার আটশ’ টাকা জরিমানা
বগুড়া, ২৫ আগস্ট ২০২০ (বাসস): জেলায় ভ্রাম্যামান আদালতের অভিযানে আজ বিভিন্ন অভিযোগে ১৯ টি মামলায় ৩২ হাজার আটশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
লাইসেন্স ও হেলমেট বিহিন অবস্থায় এবং ফিটনেস ও ট্যাক্স-টোকেন ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ১১ টি মামলায় মোট ২৫ হাজার দু’শটাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ও ফেরদৌসি আরা।
অন্যদিকে, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচলনার অপরোধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁহাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
এছাড়াও, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরার নির্দেশনা অমান্য করায় বিশজনকে মোট দুইহাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।
বাসস/সংবাদদাতা/২২১০/এমকে