বাসস বিদেশ-১০ : উজবেকিস্তানে ১৪ সেপ্টেম্বর থেকে স্কুল পুনরায় খোলার কথা বিবেচনা করা হচ্ছে

318

বাসস বিদেশ-১০
উজবেকিস্তান-স্কুল
উজবেকিস্তানে ১৪ সেপ্টেম্বর থেকে স্কুল পুনরায় খোলার কথা বিবেচনা করা হচ্ছে
তাশকান্ট, ২৫ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): উজবেকিস্তানের জনশিক্ষা মন্ত্রণালয় প্রতিটি আঞ্চলিক স্তরে করোনভাইরাস হুমকির বিষয়টি বিবেচনায় রেখে সরকারকে ১৪ সেপ্টেম্বর থেকে স্কুল অনলাইন ও ক্লাসসমূহ পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী শেরজোদ শেরমাতভ মঙ্গলবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
উজবেকিস্তান এর আগে প্রচলিত, অনলাইন ও প্রচলিত অনলাইন দু’য়ের সমন্বয়ে এই তিনভাবে স্কুলগুলো পুনরায় খোলার কথা বিবেচনা করে।
শেরমাতভ বলেন মন্ত্রনালয়ের এক জরিপে দেখা গেছে ৭০শতাংশ পিতা-মাতা অনলাইনে স্কুল পড়ার পক্ষে । তিনি বলেন, অভিভাবকরা সন্তানদের কোভিড -১৯ ফ্রি জোনে স্কুলে পাঠানোর অনুমতি পেয়েছেন এবং সরকার ৭ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করবে।
এখনও পর্যন্ত দেশটিতে কোভিড-১৯-এ ৩৯ হাজার৫০৬ জন আক্রান্ত হয়েছে। ২৮২ জন মারা গেছে এবং ৩৫ হাজার ৫৫১ জন সেরে উঠেছে ।
বাসস/ অনু- জেজেড/২০৩২/এবিএইচ