বাসস ক্রীড়া-১৯ : উইকেট শিকারে শীর্ষে মাশরাফি

305

বাসস ক্রীড়া-১৯

ক্রিকেট-সর্বোচ্চ রান

উইকেট শিকারে শীর্ষে মাশরাফি

বাসেটেরেতে, ২৯ জুলাই ২০১৮ (বাসস) : গতরাতে শেষ হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা বোলার টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন তিনি। ২৯ ওভার বল করে ১৪৪ রান দিয়েছেন ম্যাশ। প্রথম ওয়ানডেতে ৩৭ রানে ৪, দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে ১ ও তৃতীয় ওয়ানডেতে ৬৩ রানে ২ উইকেট নেন মাশরাফি।

৫টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা বোলারদের তালিকায় শীর্ষ তিনটিস্থানই দখলে রেখেছে বাংলাদেশ।

৪ উইকেট নিয়ে চতুর্থ ও পঞ্চমস্থানে ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি লেগ স্পিনার দেব্রেন্দ বিশু ও অধিনায়ক জেসন হোল্ডার।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ বোলারের পরিসংখ্যান :

বোলার   ম্যাচ        ইনিংস    ওভার     রান         উইকেট  গড়

মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)     ৩            ৩            ২৯.০      ১৪৪        ৭              ২০.৫৭

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)          ৩            ৩            ২৬.৩     ১৪২        ৫             ২৮.৪০

রুবেল হোসেন (বাংলাদেশ) ৩            ৩            ২৪.০       ১৪৭        ৫             ২৯.৪০

দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ)              ৩            ৩            ৩০.০     ১৩৩      ৪             ৩৩.২৫

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)          ৩            ৩            ২৯.০      ১৬৮      ৪             ৪২.০০

বাসস/এএমটি/১৮৫৫/স্বব