বাসস ক্রীড়া-১৮ : সর্বোচ্চ রান তামিমের

327

বাসস ক্রীড়া-১৮

ক্রিকেট-সর্বোচ্চ রান

সর্বোচ্চ রান তামিমের

বাসেটেরেতে, ২৯ জুলাই ২০১৮ (বাসস) : গতরাতে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তৃতীয় ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শুধুমাত্র তৃতীয় ওয়ানডেতেই নয়, পুরো সিরিজ জুড়ে তামিমের ব্যাট ছিলো উজ্জ্বল।

৩ ম্যাচের ৩ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ২৮৭ রান করেন তামিম। গড়- ১৪৩ দশমিক ৫০। তাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সদ্যই শেষ হওয়া ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমই। ফলে সিরিজ সেরার পুরস্কারও পান তামিম। প্রথম ম্যাচে অপরাজিত ১৩০ ও দ্বিতীয় ম্যাচে ৫৪ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ারের। ৩ ইনিংসে ২০৭ রান করেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি ছিলো হেটমায়ারের।

তৃতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩ ইনিংসে ১৯০ রান করেছেন সাকিব। ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রান :

ব্যাটসম্যান            ম্যাচ        ইনিংস    অপরাজিত             রান         গড়         ৫০          ১০০

তামিম ইকবাল (বাংলাদেশ)               ৩            ৩            ১             ২৮৭       ১৪৩.৫০                ১             ২

শিমরোন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ)                 ৩            ৩            ০             ২০৭        ৬৯.০০  ১             ১

সাকিব আল হাসান (বাংলাদেশ)         ৩            ৩            ০             ১৯০       ৬৩.৩৩                ২              ০

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)                ৩            ৩            ০             ১৪২        ৪৭.৩৩  ১             ০

রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)  ৩            ৩            ১             ১১৮       ৫৯.০০   ১             ০

বাসস/এএমটি/১৮৫৫/স্বব