পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় খাস জমি বরাদ্দের চুক্তিপত্র স্বাক্ষর

376

পঞ্চগড়, ২৪ আগস্ট ২০২০ (বাসস): পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অথনৈতিক অঞ্চল স্থাপনে অকৃষি খাস জমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত প্রদানে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চুক্তিপত্রের স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি ছিলেন ভুমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দীন এবং পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
দেবীগঞ্জ উপজেলার প্রধানপুর মৌজার ৩ দশমিক১৭ একর, দেবীডুবা মৌজার ৩৪ দশমিক ৮৩ একর ও দাড়ার হাট মৌজার ১৬৯ দশমিক৭৮ একর অকৃষি খাস জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে প্রদানে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে। অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ এর ১০ অনুচ্ছেদ অনুযায়ী দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত দেয়া হয়েছে।