বাজিস-৫ : নোয়াখালীতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান হস্তান্তর

125

বাজিস-৫
নোয়াখালী-খতিয়ান-হস্তান্তর
নোয়াখালীতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান হস্তান্তর
নোয়াখালী, ২৯ জুলাই ২০১৮ (বাসস) : নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের সিডিএসপি-৪ প্রকল্পভুক্ত এলাকার খাস জমিতে বসবাসরত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান হস্তান্তর করা হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে খতিয়ান হস্তান্তর করেন চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এ সময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও সিডিএসপি-৪ এর ভূমি বন্দোবস্ত উপদেষ্টা রেজাউল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, হাতিয়া ও সুবর্ণচরের ১৪০০ ভূমিহীন নারী-পুরুষের মাঝে খাস জমির বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ করা হবে। প্রতিটি ভূমিহীন পরিবারের স্বামী-স্ত্রী মাঝে ১.৫ একর করে ভূমি বন্দোবস্ত দেয়া হচ্ছে।
বাসস/ সংবাদদাতা/১৬৪০/মরপা