ইরান প্রশ্নে ‘আয়াতুল্লাহদের পক্ষ’ নেয়ায় ইউরোপীয়দের অভিযুক্ত করেন পম্পেও

309

জাতিসংঘ, (যুক্তরাষ্ট্র), ২১ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপের বিতর্কিত কার্যপ্রণালী শুরু করার পর বৃহস্পতিবার ইরান প্রশ্নে ‘আয়তুল্লাহদের পক্ষ’ নেয়ায় তিনি আমেরিকা অঞ্চলের ইউরোপীয় মিত্রদের অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।
এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় তথাকথিত নিষেধাজ্ঞার ‘পরিসমাপ্তি’ ঘটায় তেহরানের বিরুদ্ধে এটি আরোপে ওয়াশিংটনের আর কোন আইনগত অধিকার নেই।
নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিতর্কিত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার পর পম্পেও সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে কোন দেশ প্রস্তাব না দিলেও যুক্তরাষ্ট্রের তা গ্রহণের সাহস ও ক্ষমতা রয়েছে। এর পরিবর্তে তারা আয়তুল্লাহদের পক্ষে অবস্থান নিয়েছে।