বাসস বিদেশ-১ : শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় তিন জন নিহত

210

বাসস বিদেশ-১
ইন্দোনেশিয়া-ভ’মিকম্প
শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় তিন জন নিহত
জাকার্তা, ২৯ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : দেশটির দ্বীপ প্রদেশ লম্বকে গতকাল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।
কর্মকর্তাদের উদ্ধৃতিতে সংবাদ সংস্থা এএফপি আজ এ খবর জানায়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিলো সাত কিলোমিটার ব্যাপী। স্থানীয় সময় গতকাল সকাল ৬টা ৪৭ মিনিটে দেশটিতে আঘাত হানে।
লম্বক জনপ্রিয় পর্যটন এলাকা। বালি থেকে প্রায় ১শ’ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।
ভূমিকম্পের সূত্রপাত হয় লম্বক থেকে ৫০ কিলোমিটার দুরবর্তী মাতারাম নগরী এলাকায়।
ভূমিকম্পে কমপক্ষে ২৪ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ ভূমিকম্পের পর পর্যটন এলাকায় সকল প্রকার পাহাড়ে উঠা নিষেধাজ্ঞা জারি করেছে।
বাসস/কেকে/১০০০/নূসী