বাসস দেশ-২৮ : যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

657

বাসস দেশ-২৮
বিদ্যুৎ প্রতিমন্ত্রী- প্রশিক্ষণ
যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ জুলাই ২০১৮ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের চাহিদা মেটাতে উপযুক্ত প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণ শুধু কাজের সাথে পরিচয়ই করিয়ে দিবে না বরং কাজটি দ্রুত বাস্তবায়ন করতেও সহায়তা করবে।’
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতের প্রশিক্ষণ নীতিমালা’ শীর্ষক কর্মশালার বক্তৃতায় এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আগামী পাঁচ বছরে দেশে বিপুল বিনিয়োগ আসবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। তাই প্রয়োজন আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
তিনি বলেন, ‘বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আগামী দিনের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স প্রচলন করে দক্ষ মানব সম্পদ গড়তে কার্যকর অবদান রাখবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বীর বিক্রম বলেন, ‘বিভিন্ন সমস্যার নতুন নতুন সমাধান খুঁজে বের করতে হবে। প্রয়োজনের তাগিদেই বাংলাদেশের মানুষ ইজিবাইক নামক যানবাহন খুঁজে বের করেছে। এটি পরিবেশবান্ধব ও বৈদ্যুতিক।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনিস্টিটিউটের রেক্টর
মো. মাহবুব-উল-আলম বক্তব্য রাখেন।
বাসস/তবি/এমকে/২০২৬/অমি