ভারতে বাস পাহাড়ি রাস্তার পাশের খাদে পড়ে ৩৩ জন নিহত

393

মুম্বাই, ২৮ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের বহনকারী একটি বাস ভারতের পশ্চিমাঞ্চলীয় একটি পাহাড়ি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। পুলিশ এএফপিকে একথা জানিয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার ওই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী বেঁচে আছেন।
দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা বাসযোগে মহারাষ্ট্রের জনপ্রিয় একটি হিল স্টেশনে পিকনিক করতে গিয়েছিল বলে জানান রায়গড় জেলার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা।
ভারতের জাতীয় ডিজাস্টার রিলিফ ফোর্সের কমান্ডার অনুপম শ্রীভাসতভা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত ৩৩ জন নিহত হয়েছে এছাড়া মাত্র একজন বেঁচে আছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের টিম লাশ উদ্ধারে তৎপর রয়েছে।’