বাসস দেশ-১১ : প্রবীণ আইনজীবী আনিসুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

118

বাসস দেশ-১১
আইনমন্ত্রী-শোক
প্রবীণ আইনজীবী আনিসুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ১৩ আগস্ট , ২০২০ (বাসস) : প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আনিসুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এডভোকেট আনিসুর রহমান গতকাল বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ইন্তেকাল করেন (ইন্না লিল্লহি… রাজিউন)।
আজ বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নগরীর গুলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ পুরাতন জজকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম আনিসুর রহমান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।
তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সবি/ডিএ/১৬০০/-কেজিএ