ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮

231

নয়াদিল্লী, ১২ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বুধবার ২৩ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে একদিনে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯৬৩ জন।
করোনামুক্ত হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জন, মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৯১ জন, এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৩৪ জন। আজ সকাল ৮ টায় প্রকাশিত সমীক্ষায় এ কথা জানানো হয়।
ভারত ৭ আগস্ট সংক্রমনের রেকর্ড ২০ লাখ ছাড়িয়েছে। মোট করোনা আক্রান্তের মধ্যে ৬ লাখ ৪৩ হাজার ৯৪৮ জন অথবা ২৭.৬৪ শতাংশ চিকিৎসাধীন রয়েছে। মোট ২ কোটি ৬০ লাখ ১৫ হাজার ২৯৭ জনের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।