বিকেএসপিতে ক্যাম্পের জন্য বিসিবির অনূর্ধ্ব-১৯ দল

337

ঢাকা, ১১ আগস্ট ২০২০ (বাসস) : বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের স্কিল ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে অনূর্ধ্ব-১৯ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক স্কোয়াডে মোট ৪৫ জন যুব ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিবি। আবাসিক ক্যাম্পে আসার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্ট পরীক্ষা করা হবে। ১৫ থেকে ১৯ আগস্ট হবে খেলোয়াড়দের করোনা পরীক্ষা। এরপর করোনায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে মূল ক্যাম্প। যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ঘোষিত ৪৫ সদস্যের স্কোয়াডকে মোট তিনটি গ্রুপে ভাগ করেছে বিসিবি। প্রতি গ্রুপে ১৫জন করে খেলোয়াড় রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় গেল যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ দল। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্য বিসিবির। এ বছরের শুরুতে হওয়া যুব বিশ্বকাপের ফাাইানলে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো আকবর আলীর দল।
অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। আবাসিক ক্যাম্প শেষ হবার পরই তা ঘোষনা করবে বিসিবি।
৪৫ জনের অনূর্ধ্ব-১৯ দল :
গ্রুপ- ১ : মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ- ২ : অনিক চাখি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ- ৩ : সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অনিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।