বাসস দেশ-১৪ : বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

123

বাসস দেশ-১৪
শোক-দিবস-বিকল্পধারা-কর্মসূচি
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
ঢাকা, ১১ আগস্ট, ২০২০ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় এবং শাখা কার্যালয়সমূহে দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
বিকল্পধারা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত বাড্ডার ট্রপিকাল মোল্লা টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং জাতির জনকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, লক্ষীপুরের কমলনগর এবং রামগতি উপজেলা সদরসহ দেশের বিভিন্নস্থানে কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা কর্মিদের নির্দেশনা দেওয়া হয়েছে ।
বিকল্পধারা আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সরকারের করোনাকালীন স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে বলে বিকল্পধারার মহাসচিব নিশ্চিত করেন ।
বাসস/সবি/এমএন/১৬৪০/এএএ