বাসস বিদেশ-৫ : বেলজিয়াম ফিরছেন সাবেক কাতালান নেতা পুজেমন

157

বাসস বিদেশ-৫
স্পেন-কাতালোনিয়া-রাজনীতি-বেলজিয়াম
বেলজিয়াম ফিরছেন সাবেক কাতালান নেতা পুজেমন
ব্রাসেলস, ২৮ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): কাতালোনিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পুজেমন শনিবার বেলজিয়াম ফিরছেন।
স্প্যানিশ বিচারক তার বিরুদ্ধে জারি করা ইউরোপীয় গ্রেফতারী পরোয়ানা বাতিল করার পর এবং নিজ অঞ্চলের ওপর স্বাধীনতার চাপ বজায় রাখতে তিনি বেলজিয়াম ফেরার ঘোষণা দিয়েছিলেন।
বার্লিনে এ ঘোষণা দেয়ার সময় পুজেমন বলেন, ‘আমার রাজনৈতিক কর্মকান্ড হবে বেলজিয়াম ভিত্তিক। কাতালোনিয়ার স্বাধীনতার জন্য জনগণের সমর্থন অর্জনই আমার প্রধান লক্ষ্য।’
মাদ্রিদের আবেদনের প্রেক্ষিতে জার্মানিতে গ্রেফতার হওয়ার চারমাস পর স্প্যানিশ আদালত গ্রেফতারী পরোয়ানা বাতিল করে দেয়ায় স্পেনে পাঠিয়ে দেয়ার ঝুঁকি না নিতেই পুজেমন বেলজিয়াম ফিরছেন।
বাসস/এমএজেড/১৩২০/জুনা