সাউথ এশিয়ান টিটি ক্লাব চ্যাম্পিয়নশীপের প্রথম আসর বসছে বাংলাদেশে

712

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ (বাসস) : সাউথ এশিয়ান টেবিল টেনিস ক্লাব চ্যাম্পিয়নশীপের প্রথম আসর বসছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ায় ভারত বাদে অন্য দেশগুলোতে টেবিল টেসিনের প্রচন বেশ সীমিত। এস এ গেমস কিংবা সাউথ এশিযান আসরই এ অঞ্চলের বড় টেবিল টেনিস আসর। তবে ইউরোপ ও আফ্রিকায় ক্লাবভিত্তিক একাধিক টুর্নামেন্ট হয় প্রতি বছর। দক্ষিণ এশীয় অঞ্চলে প্রথমবারের মত বাংলাদেশে বসছে ক্লাব চ্যাম্পিয়নশীপের আসর। আগামী ৭-৯ এপ্রিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এডভোকেট গোলম মোস্তফা মেমোরিযাল সাউথ এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশীপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে সাউথ এশিযার ছয় দেশের লিগ চ্যাম্পিয়ন ক্লাব গুলো। ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান ক্লাব, শ্রীলংকার সাউদারন ক্লাব ও বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন পাললিক গ্রুপ টিটি ক্লাবগুলো প্রথমবারের মত আয়োজিত আসরে অংশ নেবে। আজকালের মধ্যেই দলগুলো চট্টগ্রামে পৌঁছবে। ভিসা জটিলতা এবং শীর্ষ খেলোয়াড়রা কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার পাকিস্তানের চ্যাম্পিয়ন দল আসছে না।
প্রতিযোাগিতা উপলক্ষে আজ শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উৃপস্থাপন করেন টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। অন্যানের মধ্যে উপস্থিাত ছিলেন ফেডারেশনেরসহ সভাপতি মো. জাহাংগীর আলম ও মুনীরা মোর্শেদ হেলেন, পৃষ্ঠপোষক এডভোকেট গোলাম মোস্তফা মোমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান ও সচিব আজম চৌধুরী।
খেলা হবে রবিন লীগ পদ্ধতিতেত টিম ইভেন্টে। পৃষ্ঠাপোষক গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাষ্ট পুরো আয়োজনের ব্যয়ভার বহন করবে। শনিবার চ্য্যাম্পিয়নশীপের উদ্ধোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।