লালমোহনে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে

423

ভোলা, ১০আগস্ট, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে জেলার লালমোহন উপজেলায় আজ মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ১টায় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের জলাশয়ে কার্প জাতীয় পোণা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তিনি তজুমোদ্দিন উপজেলা পরিষ চত্বরের পুকুরে আরো ৪০ কেজি পোণা অবমুক্ত করেন।
এখানে এমপি শাওন বলেন, মাছ আমারে খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ খাবার। আমিষের চাহিাদা মেটাতে মাছের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সম্মৃদ্ধ হয়েছে। যেহেতু দেশে করোনা সংকট চলছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাাতে হবে।
লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমী, পৌর আওয়ামী লীগ আহবায়ক সফিকুল ইসলাম বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে এমপি শাওন উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৩ হাজার গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।