বাসস বিদেশ-১ : ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের নেতৃত্ব নয় : হাঙ্গেরীর প্রধানমন্ত্রী

152

বাসস বিদেশ-১
ইউরোপ-হাঙ্গেরি-ফ্রান্স
ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের নেতৃত্ব নয় : হাঙ্গেরীর প্রধানমন্ত্রী
বার্লিন, ২৮ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান শুক্রবার এক সাক্ষাতকারে বলেছেন, তিনি ‘ফ্রান্সের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়ন দেখতে চান না।’
তিনি আরো বলেন, ২০১৯ সালের মে মাসে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন হবে নিষ্পত্তিমূলক।
ওর্বান জার্মান বিল্ড সংবাদপত্রকে আরো বলেন, ‘আর আমরা এ ধরনের চূড়ান্ত নিষ্পত্তিমূলক নির্বাচন কখনই চাই না।’
সাক্ষাতকারটি পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘জার্মানদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটি সাধারণ ফরাসি ধারণা হলো, ইউরোপের নেতত্ব থাকবে ফরাসিদের হাতে আর অর্থ ঢালবে জার্মানী।’
উল্লেখ্য, কঠোর অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে ওর্বান গত এপ্রিলের নির্বাচনে পরপর তৃতীয় মেয়াদে জয়লাভ করেন।
বাসস/এমএজেড/১০০০/জুনা