সাফার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এ কে এম দেলোয়ার হোসেন

470

ঢাকা, ৯ আগস্ট, ২০২০ (বাসস) : সার্কভুক্ত অঞ্চলের ৮টি দেশের পেশাদার হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। গতকাল শনিবার সাফার ৬৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সাফার নিয়মানুযায়ী দেলোয়ার হোসেন ২০২১ সালের সাফার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ২০০৪ এবং ২০১৩ সালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) সাবেক চেয়ারম্যান। দুই মেয়াদে রূপালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১০ সালে তিনি জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সস্য ছিলেন। দেলোয়ার হোসেন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।