শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দ রাজাপাকসে

539

কলম্বো, ৯ আগস্ট ২০২০ (বাসস ডেস্ক) : সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে দলের ব্যাপক জয়লাভের পর রোববার শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা দলের নেতা মাহিন্দ রাজাপাকসে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। খবর সিনহুয়া’র।
কূটনীতিক এবং শাসক ও বিরোধী দলসমূহের বিধায়কদের উপস্থিতিতে রাজধানী কলম্বোর উপকণ্ঠে কেলানিয়া বৌদ্ধ মন্দিরে জাকজমকপূর্ণ আনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজাপাকসে শপথ গ্রহণ করেন। ২২৫ সদস্যের সংসদে ৫ আগষ্ট অনুষ্ঠিত নির্বাচনের রাজাপাকসের দল ১৪৫টি আসন লাভ করে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ গ্রহণ করলেন তিনি। তাঁর নতুন মন্ত্রিসভা এ সপ্তাহের শেষের দিকে শপথ গ্রহন করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত সংসদ নির্বাচন ছিল শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। ৭১ শতাংশ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। কোভিড -১৯ মহামারীর কারণে কঠোর স্বাস্থ্য নির্দেশনার আওতায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশটিতে ২ হাজার ৮শ’ লোক করোনায় আক্রান্ত হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গটাবায়া রাজাপাকসে বলেন, ২০ আগস্ট নতুন সংসদ ডাকা হবে।