লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণ

444

ভোলা, ৯ আগষ্ট, ২০২০ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করে। পরে একইস্থানে ১০ জন অস্বচ্ছল কৃষকের মাঝে ১০টি সেচ যন্ত্র বিতরণ করেন এমপি শাওন।
এখানে নুরুন্নবী চৌধরী শাওন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকের কল্যাণে ব্যাপক কাজ করছে সরকার। আধুনিক এ কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে নিত্য-নতুন কৃষি প্রযুক্তির সাথে কৃষকরা সহজেই পরিচিত হতে পারবে। উন্নত এসব কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম উৎপাদন খরচে উচ্চমূল্যের ফসল আবাদ সম্ভব হবে। ফলে প্রান্তিক কৃষকরা লাভবান হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল হাসান হাওলাদার প্রমূখ।
২০১৯-২০ অর্থবছরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদরীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবারের মেলায় মোট ১১টি স্টল এর ব্যবস্থা রাখা হয়েছে। শস্য বিণ্যাস পরিবর্তন, আধুনিক কৃষি প্রযুক্তি, ফল বাগান স্থাপন সম্পর্কিত প্রযুক্তসহ কৃষির নিত্য নতুন জাত এর সাথে পরিচিত হতে পারছে কৃষকরা।