বাসস ক্রীড়া-১২ : দু’বার নেগেটিভ হলে ইংল্যান্ডে যেতে পারবেন মালিক

186

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-মালিক
দু’বার নেগেটিভ হলে ইংল্যান্ডে যেতে পারবেন মালিক
করাচি, ৮ আগস্ট ২০২০ (বাসস) : চলমান টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। শুরুতেই দলের সাথে ইংল্যান্ডে যাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। কারন তিনি শুধুমাত্র টি-২০ দলের সদস্য। আর টি-২০ সিরিজ শুরু হবে আগামী ২৮ আগসস্ট থেকে। তাই আগেভাগে ইংল্যান্ডে যেতে আগ্রহী ছিলেন না মালিক।
আর পাকিস্তান দল ইংল্যান্ডে পৌছায় গেল জুনের শেষের দিকে। আগেভাগে ইংল্যান্ড না গিয়ে পরিবারের সাথে সময় কাটিয়েছেন মালিক। তবে এবার মালিকের ইংল্যান্ডে যাবার ঘন্টা বেঁেজছে।
আগামী ১৫ আগস্ট মালিককে ইংল্যান্ডে পাঠাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তার আগে মালিককে দু’বার করোনা পরীক্ষা দিতে হবে। সেই দু’টি পরীক্ষায় নেগেটিভ আসলেই ইংল্যান্ডে যাবার অনুমতি পাবেন মালিক, এমনটাই জানিয়েছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘১৫ আগস্টে মালিককে সাউদাম্পটনে পাঠাতে চাইছে পিসিবি। তবে তার আগে প্রোটোকল অনুসারে তাকে দু’টি করোনা পরীক্ষা দিতে হবে। সেই রিপোর্টগুলো নেগেটিভ আসলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন মালিক।’
সিরিজের প্রথম টি-২০ হবে ২৮ আগস্ট। পরের দু’টি টি-২০ হবে যথাক্রমে- ৩০ আগস্ট ও পহেলা সেপ্টেম্বর।
বাসস/এএমটি/১৯১০/স্বব