ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

249

ওয়াশিংটন,৮ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষের দিকে ওয়াশিংটনে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল- খাদেমির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এ দু’দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। খবর এএফপি’র।
গত জানুয়ারিতে বাগদাদে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলেমানি
এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনার পরপরই ইরাকের আইন প্রণেতারা ইরাকে থাকা প্রায় ৫ হাজার ২শ’ মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি জানান।
গত মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলে তাদের মিত্রদের সাথে ঘনিষ্ট সম্পর্ক থাকা সাবেক গোয়েন্দা প্রধান খাদেমি দায়িত্ব গ্রহণের পর থেকেই এ উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
হোয়াইট হাউস জানায়, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেখা দেয়া নানা সমস্যার এই ‘গুরুত্বপূর্ণ সময়ে’ আগামী ২০ আগস্ট ইরাকের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা রয়েছে।
হোয়াইট হাউস আরও জানায়, ‘ঘনিষ্ট অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরাক তাদের সম্পর্ক জোরদারের অপেক্ষায় থাকবে।’