বাসস দেশ-২০ : মাহবুব আলতমাসের ইন্তেকাল

304

বাসস দেশ-২০
আলতমাস-শোক
মাহবুব আলতমাসের ইন্তেকাল
ঢাকা, ২৭ জুলাই, ২০১৮ (বাসস) : ফেনীর সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ কবি, মুক্তমনা লেখক ও সংগঠক মাহবুব আলতমাস(৭৬) রাজধানীর উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা, সু-শাসনের জন্য নাগরিক (সুজন)-এর ফেনী জেলা শাখা ও ফেনী পোয়েট সোসাইটির সাবেক সভাপতি ছিলেন।
মাহবুব আলতমাসের মৃত্যূর খবরে ফেনী শহরে শোকের ছায়া নেমে আসে।
তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
কবি মাহবুব আলতমাস ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের মুহুরী বাড়ির সন্তান।
প্রথম কর্মজীবনে স্বাধীনতার আগে তিনি মঙ্গলকান্দি হাই স্কুলের শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ জুট ট্রেডিং কর্পোরেশরেনে কর্মরত ছিলেন।
চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি গত দুইদশক ধরে বিভিন্ন সাহিত্য ও সাংষ্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকায় কবিতা, গল্প ও কলাম লেখক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।
মাহবুব আলতমাসের পারিবারিক সূত্র জানায়, মরহুমের প্রথম নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ৮টায় ফেনী শহরের পাঠানবাড়ি সড়কের মাথায় ক্যামেলিয়া হাউজের সামনে অনুষ্ঠিত হবে। পরে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
বাসস/সবি/কেজিএ/২০০০/আসচৌ