বাসস ক্রীড়া-১০ : লংকায় ওয়ানডে সিরিজে তাহিরকে বিশ্রামে রেখেছে দ:আফ্রিকা

318

বাসস ক্রীড়া-১০
দ: আফ্রিকা-দল
লংকায় ওয়ানডে সিরিজে তাহিরকে বিশ্রামে রেখেছে দ:আফ্রিকা
জোহানেসবার্গ, ২৭ জুলাই, ২০১৮(বাসস) : শ্রীলংকা সফরে পাঁচ ওয়ানডে সিরিজে দলের শীর্ষ স্পিনার ইমরান তাহিরকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ হাইভেল্ড লায়ন্স কব্যাটসম্যান রিজা হেন্ড্রিকস এবং মাল্টিপ্লাই টাইটান্স ফাস্ট বোরার জুনিয়র ডালা। দলে ফিরেছেন এর আগে ভারত সিরিজ মিস করা অলরাউন্ডার উইয়ান মুলডারও। উনজুরির কারণে দলে নেই ক্রিস মরিস। মুলত ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই তাহিরকে বিশ্রামে রেখেছে নির্বাচকরা।
দল নির্বাচন কমিটির প্রধান লিন্ডা জোন্ডি বলেন, ‘আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরিকল্পনা হিসেবে শ্রীলংকা সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘আগামী বিশ্বকাপে দলের দ্বিতীয় সেরা স্পিনার হিসেবে আমরা কাকে খেলাতে পারি তা নিশ্চিত হওয়ার জন্যই আমরা ইমরান তাহিরকে বিশাম দেয়ার কৌশল নিয়েছি। বিশ্বকাপে আমাদের পছন্দের এক নম্বও স্পিনার ইমরান। শ্রীলংকা সিরিজে তাকে না খেলালে আমরা তাবরিজ শামসি এবং কেশব মাহারাজ দু’জনকেই দেখার সুযোগ পাব।’
রোববার ডাম্বুলার ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সফরের সব শেষে শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলটিই সংক্ষিপ্ত সিরিজ খেলবে।
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), হাশিম আমলা, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রিজা হেন্ড্রিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আউডেন মার্করাম, ডেভিড মিলার,উইয়ান মুলডার, লুগিসানি এনগিডি, আন্ডিল ফেলাকুয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি।
বাসস/স্বব/১৯০৫/স্বব