কোভিড -১৯ সংক্রমন ঠেকাতে নিউইয়র্কে প্রবেশমুখে ভ্রমণকারীদের জন্য চেকপয়েন্ট

226

নিউইয়র্ক, ৬ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : নিউইয়র্ক অঙ্গরাজ্যে কোয়ারেন্টাইন নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে নিউইয়র্কের প্রধান প্রধান প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসানো হবে। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও বুধবার এ ঘোষণা দেন।
নিউইয়র্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ফ্লোরিডা ও টেক্সাসসহ ৩৫ টি অঙ্গরাজ্যের লোকদের নিউইয়র্কে প্রবেশে বর্তমানে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন পালন বাধ্যতামূলক।
ডে ব্ল্যাসিও বলেন, আইন শৃংঙ্খলা বাহিনী বৃহস্পতিবার থেকে বিগ আপেলের (নিউইয়কের আলঙ্কারিক নাম) প্রধান ব্রিজ ও টানেল ক্রসিংসমূহে “ভ্রমণকারীদের নিবন্ধন চেকপয়েন্ট” স্থাপন করবে।
বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিবরণসহ
কোয়ারেন্টাইন তালিকায় নিবন্ধিত হতে হবে। এতে প্রয়োজনে ্ওই ব্যক্তির সংস্পর্শে আসা আক্রান্তদের শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য সহজ হবে।
ইতোমধ্যেই নিউইয়র্কের সকল বিমান বন্দরে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
কেউ এই কোয়ারেন্টাইন নির্দেশনা উপেক্ষা করলে তাকে ২ হাজার ডলার জরিমানা দিতে হবে। নিউইয়র্কে কোয়ারেন্টাইন ভঙ্গ করলে ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পার।
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে করোনাভাইরাস মহামারিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩২ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।