২০২০ সালের প্রথম ৬ মাসে ডিআর কঙ্গোর সশস্ত্র গ্রুপের হাতে ১ হাজার ৩শ’ লোক নিহত

237

কিনশাসা, ৬ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): গণ প্রজাতন্ত্রী কঙ্গোর বিভিন্ন সশস্ত্র গ্রুপের হাতে ২০২০ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় তিন গুণেরও বেশি। বুধবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
জাতিসংঘ যৌথ মানবাধিকার দপ্তর (ইউএনজেএইচআরও) জানায়, ২০২০ সালের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি সময়ের মধ্যে কমপক্ষে ১ হাজার ৩১৫ জনকে নির্বিচারে হত্যার জন্য দেশটির সকল সশস্ত্র গ্রুপের যোদ্ধারা দায়ী। নিহতদের মধ্যে ২৬৭ নারী ও ১৬৫ শিশু রয়েছে। আর এ সংখ্যা ২০১৯ সালের প্রথম ছয় মাসের তুলনায় তিন গুণেরও বেশি। ২০১৯ সালে একই সময়ে ৪১৬ জন নিহত হয়েছিল।