বাসস দেশ-৪০ : শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

354

বাসস দেশ-৪০
বৃক্ষরোপণ-কর্মসূচি
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রাম, ৫ আগস্ট, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
বুধবার (৫আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকার যুব উন্নয়ন অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এবছর শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১লাখ ফলদ, বনজ, ও ওষুধি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়।
জেলা প্রশাসন চট্টগ্রাম ও চট্টগ্রাম যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অফিস প্রাঙ্গনে ফলের গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) রশিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ আহমেদ চৌধুরী।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন বলেন, ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরসমূহ সম্পৃক্ত থেকে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।
বাসস/জিই/কেএস/এমএমবি/২১৫৫/-এবিএইচ