মেট্রোরেল সিস্টেম পরিচালনা ব্যবস্থাপনার লক্ষ্যে রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষর অনুষ্ঠিত

461

ঢাকা, ৫ আগস্ট, ২০২০ (বাসস) : এমআরটি লাইন-৬-এর মেট্রোরেল সিস্টেমের পরিচালনা ব্যবস্থাপনার নিরাপত্তা ও সুষ্ঠু রক্ষনাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে জাইকা’র কারিগরি সহায়তায় ম্যাস র‌্যাপিড ট্রানসিট সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অফ এমআরটি লাইন-৬-এর রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার ডিএমটিসিএল-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রেকর্ড অফ ডিসকাশন স্বাক্ষর করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান ইউহো হায়েকাওয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মাহবুবের রহমান।
স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বেগম নীলিমা আখতার।