ভারতে অ্যালকোহল পানে ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু

200

নয়াদিল্লি, ২ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত বুটলেট অ্যালকোহল পান করে সা¤প্রতি ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানান। খবর এ এফপি’র।
উত্তরের এই রাজ্যের তিনটি জেলায় এ মৃত্যু হয়। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ( পিটিআই) জানায়, পুলিশ এ ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে।
ভারতে প্রতি বছর কয়েক’শ মানুষ বিষাক্ত অ্যালকোহল পানে মারা যায়। ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এ অ্যালকোহল লিটার প্রতি দাম নেয় ১০ রূপি।
একজন কর্মকর্তা এএফপিকে জানান গুরুদাসপুর জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
পিটিআই বলেছে, শনিবার এই অ্যালকোহল পান করে প্রতিবেশি অমৃতসরে ১২ জন এবং তারন তরণে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শুক্রবার বলেন, তিনি এ বিষয়ে একটি বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষী ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।