বাসস ক্রীড়া-১৩ : মাঠে দর্শক চায় আমিরাত

358

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আইপিএল
মাঠে দর্শক চায় আমিরাত
নয়া দিল্লি, ২ আগস্ট ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে নিজ দেশে আইপিএলের ১৩তম আসর আয়োজন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মরুরদেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর চূড়ান্ত সিদ্বান্ত নিয়েছে বিসিসিআই। তবে এখনো নিজ দেশের সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বিসিসিআই।
আইপিএল শুরু করার অনুমতি পেলে, গ্যালারিতে দর্শক চায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আমিরাত ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মুবাশশির উসমানি বলেছেন, ‘সরকার অনুমতি দিলে আইপিএলে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া যাবে। আমরা অবশ্যই চাইব আমাদের দেশের ক্রিকেটপ্রেমিরা মর্যাদাপূর্ণ আসরের ম্যাচ মাঠে উপস্থিত থেকে উপভোগ করুক। কিন্তু সব কিছুই সরকারের উপর নির্ভর করছে। করোনার কারনে বর্তমানে এখানে বেশির ভাগ ইভেন্টে ধারণ ক্ষমতার ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমরা এমনটাই চাচ্ছি। বেশি সমর্থকদের প্রবেশের প্রয়োজন নেই।’
বাসস/এএমটি/১৯৫৮/স্বব