দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

314

জোহানেসবার্গ, ২ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়।
স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি এমখিজে তার প্রতিদিনের হালনাগাদ তথ্যে বলেন, আজ দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জনে।
ওই মহাদেশে দক্ষিণ আফ্রিকা ভয়ংকর মহামারির মূল কেন্দ্র হয়ে উঠেছে।
এদিকে দেশটিতে বাণিজ্যিক প্রদেশ গাওতেং প্রদেশ মহামারি প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হয়ে উঠেছে। এক তৃতীয়ংশেরও বেশি সংক্রমণ এখানে ঘটছে।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ১৫৩ জন।