বাজিস-৭ : নবীগঞ্জে ২৫০ পরিবারকে ঘর নিমার্ণ করে দিচ্ছে সরকার

342

বাজিস-৭
নবীগঞ্জ-নিমার্ণ
নবীগঞ্জে ২৫০ পরিবারকে ঘর নিমার্ণ করে দিচ্ছে সরকার
হবিগঞ্জ, ২৬ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় ২৫০টি দরিদ্র পরিবারকে সরকারী খরচে ঘর নির্মাণ করে দেয়া হবে। এই ঘর নির্মাণে ইতোমধ্যে আড়াই কোটি টাকা বরাদ্দ এসেছে। যাদের ভিটে আছে ঘর নেই তাদেরকে এ টাকায় গৃহ নির্মাণ করে দেওয়া হবে। প্রত্যেকটি গৃহ নির্মাণে ১ লাখ টাকা ব্যয় হবে।
হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জ উপজেলার জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ টাকায় নবীগঞ্জে যার জমি আছে ঘর নেই তাদের জন্য ২৫০টি গৃহ নির্মাণ হচ্ছে। উপজেলা প্রশাসনের দেখভালে আগামী আগস্ট মাসের মধ্যে এসব গৃহ নির্মাণ কাজ শেষ হবে।
এদিকে জেলার বাহুবল উপজেলায় ১৪৭ পরিবারের জন্য বরাদ্দ এসেছে ১ কোটি ৪৭ লাখ টাকা। শীঘ্রই সেখানে অবহিতকরন কর্মশালা আয়োজন করার পর কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন। তিনি আরও জানান, এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এ বরাদ্দ এসেছে।
বাসস/ সংবাদদাতা/১৯৫০/মরপা