ভোলার লালমোহনে ভিজিএফ’র চাল বিতরণ

507

ভোলা, ৩০ জুলাই, ২০২০ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ ঈদ উল আজহা উপলক্ষে ৯ হাজার ২’শ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভা চত্বরে ৪ হাজার ৬০০ ও কালমা ইউনিয়নে আরো ৪ হাজার ৬০০ মানুষের মাঝে তিনি ভিজিএফ চাল তুলে দেন স্থানীয় (ভোলা-৩) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রত্যেকের হাতে ১০ কেজি করে মোট ৯২ হাজার কেজি চাল প্রদান করা হয়।
এসময় এমপি শাওন বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনকল্যাণ করাই তার সরকারের মূল ব্রত। তাই করোনা মহামারীতে সাধারণ মানুষ’র কাছে সহায়তা প্রদান অব্যাহত রাখা হয়েছে। এছাড়া আজকের এ ভিজিএফ’র চাল বিতরণের মাধ্যমে সমাজের অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চাল বিতরণ অনুষ্ঠানে লালমোহন পৌর মেয়র ইমদাদুল ইসলাম তুহিন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে এমপি শাওন তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।