বাসস দেশ-৪২ : বন্যায় ত্রাণ বিতরণ ও সহযোগিতা অব্যাহত থাকবে : পানি সম্পদ উপমন্ত্রী

369

বাসস দেশ-৪২
পানি সম্পদ- উপমন্ত্রী
বন্যায় ত্রাণ বিতরণ ও সহযোগিতা অব্যাহত থাকবে : পানি সম্পদ উপমন্ত্রী
শরীয়তপুর, ২৮ জুলাই,২০২০ (বাসস) : বন্যায় কবলিত নড়িয়া-সখিপুরে প্রতিদিন শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। আজ পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম এই ত্রাণ ও খাবার বিতরণে অংশ নেন।
নড়িয়া ও সখিপুরে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে আওয়ামীলীগ ও “বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন” পক্ষে এই ত্রাণ বিতরণ করা হয়। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল সংগঠন বন্যা দুর্গতদের সেবায় কাজ করছে।
তিনি বলেন, চরাঞ্চলে যোগাযোগ এখন দুর্গম হলেও আমরা ট্রলারে গিয়ে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি। প্রতিদিনই আমাদের কোন না কোন ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। অতীতে সকল দুর্যোগেই আওয়ামীলীগ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২৩৩৪/এবিএইচ