বাজিস-১৪ : সাতক্ষীরায় গলদা রেনু উৎপাদন ও বিক্রি শুরু

389

বাজিস-১৪
সাতক্ষীরা- গলদা রেনু
সাতক্ষীরায় গলদা রেনু উৎপাদন ও বিক্রি শুরু
সাতক্ষীরা, ২৬ জুলাই ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’কে স্মরণীয় করে রাখতে জেলায় প্রথমবারের মতো সরকারীভাবে গলদা চিংড়ির রেনু উৎপাদন ও বিক্রি শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার এল্লাচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান।
এ সময় সাতক্ষীরা এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, বৈজ্ঞানিক কর্মকর্তা আজহারুল হকসহ স্থানীয় মৎস্য ও চিংড়ি চাষিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাতক্ষীরার পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত স্থানীয় নদী থেকে সংগ্রহকৃত মা মাছের ডিম থেকে এই গলদা চিংড়ির রেনু উৎপাদন শুরু হয়েছে। এ চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতিদিন পাঁচহাজার পিস রেনু উৎপাদন করে সেগুলো স্থানীয় মৎস্য চাষিদের কাছে প্রতি পিস একটাকা দামে বিক্রি করা হবে। এছাড়া চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতি শনিবার বিকালে স্থানীয় মৎস্য চাষিদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/২৩১১/এমকে