শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে অনুদানের চেক বিতরণ

438

শেরপুর, ২৪ জুলাই ২০২০ (বাসস) : জেলায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় আজ শুক্রবার ৪৫৭ জনের মাঝে মোট ৪৮ লাখ ৬২ হাজার চারশ’ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী, প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাান্তিক জনগোষ্ঠীর ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লাখ ৬০ হাজার টাকা, অনগ্রসর ২৭ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির দুইলাখ ৬৬ হাজার চারশ’ টাকা এবং ৩৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৩৬ হাজার টাকার চেকসহ মোট ৪৮ লাখ ৬২ হাজার চারশ’ টাকার চেক বিতরণ করা হয়।