বাসস ক্রীড়া-১৬ : স্টেইনের সমর্থনে ফাফ

298

বাসস ক্রীড়া-১৬
ফাফ- স্টেইন
স্টেইনের সমর্থনে ফাফ
কেপ টাউন, ২৫ জুলাই, ২০১৮ (বাসস) : শ্রীলংকার মাটিতে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেও ডেল স্টেইন ও পুরো পেস আক্রমণ বিভাগের সমর্থনে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
স্পিন সহায়ক পিচে দুই টেস্টে পতন হওয়া শ্রীলংকার ২৫টির মধ্যে মাত্র ১২ উইকেট শিকার করতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসাররা। যার মধ্যে কাগিসো রাবাদা নিয়েছেন আটটি।
পক্ষান্তরে রঙ্গনা হেরাথের নেতৃত্বাধীন শ্রীলংকার স্পিনাররা শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার ৪০টির মধ্যে ৩৭ উইকেট।
গত জানুয়ারির পর প্রথম টেস্ট সিরিজ খেলতে নামা দক্ষিণ আফ্রিকার পেসার স্টেইন দুই ম্যাচে শিকার করেন মাত্র দুই উইকেট।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৪২১ টেস্ট উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন শন পোলক ও স্টেইন। গত সপ্তাহে তিন দিনের মধ্যেই গল টেস্ট শ্রীলংকার জয় পাওয়া ম্যাচে প্রথম উইকেট পেয়ে পোলকের সাথে যৌথ আসনে বসেন স্টেইন। শেষ ম্যাচে আর একটি উইকেট পেলেই পোলককে ছাড়িয়ে যেতেন স্টেইন। তবে কলম্বো টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬০ ও ৩০ দিয়েও কোন উইকেট পাননি ৩৫ বছর বয়সী স্টেইন।
ডে প্লেসিস বলেন, ‘নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েও কোন উইকেট না পাওয়াটা ছিল স্টেইনের জন্য অত্যন্ত হতাশার। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে এমন পিচে ছিল না কোন গতি কিংবা রিভার্স স্যুয়িং।’
তবে আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের পরবর্তী সিরিজে স্টেইন ঘুড়ে দাঁড়াবেন বলে আশাবাদী ডু প্লেসিস।
তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আগামী সিরিজে তিনি পিচ থেকে আরো বেশি সহায়তা পাবেন বলে আমি মনে করছি। আমি জানি তিনি কতটা আগ্রহী এবং আশা করছি ভাল পারফরমেন্স দিয়ে তিনি ঘুড়ে দাঁড়াবেন।’
তিনি আরো বলেন, ‘এমন ধরনের (শ্রীলংকায়) পিচে আমাদের পেস বোলারদের বিচার করাটা সঠিক নয় বলে আমি মনে করি। সত্যিই এটা তাদের জন্য খুব কঠিন ছিল, তারা চেষ্টা করেছে। তবে এ ধরনের উইকেট থেকে কিছু পাওয়াটা সত্যিই খুব কঠিন ছিল।’
বাসস/স্বব/১৯১৫/মোজা/এমএইচসি