তারিক আহসানকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ

436

ঢাকা, ২০ জুলাই, ২০২০ (বাসস) : সরকার বর্তমানে কর্মরত পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তারিক আহসান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি রিয়াদ, জাকার্তা, বার্লিন দূতাবাসে এবং নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। তিনি শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্বও পালন করেন।
এছাড়া তারিক আহসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্টনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি ন্যাদারল্যান্ডের হেগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি নেন। এর বাইরে তিনি দেশে বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিন ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বিটিভিতে সংবাদ পাঠক ছিলেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের পিতা।