বাসস দেশ-৪৭ : খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের মাঝে টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

361

বাসস দেশ-৪৭
টেলিযোগাযোগ মন্ত্রী – ত্রাণ বিতরণ
খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের মাঝে টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ
ঢাকা ২০ জুলাই,২০২০ (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উদ্যোগে আজ সোমবার নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৮শ’ দরিদ্র পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যন কিবরিয়া জব্বার মন্ত্রীর পক্ষে ত্রানসামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ত্রানসামগ্রীর মধ্যে ছিল ৫শ’ প্যাকেট শুকনা খাবার ও ৩শ’ প্যাকেট নিত্য-প্রয়োজনীয় সামগ্রী । বন্যায় উপজেলার ৬টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
এই ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য মন্ত্রী বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বাক্কোর মহাসচিব তৌহিদ হোসেন ও ডাক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী খালিয়াজুরীসহ সমগ্র হাওর এলাকার বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বাসস/সবি/জেডআরএম/২০১৬/এবিএইচ