জয়পুরহাটে কাবিং সম্প্রসারণে শিক্ষা অফিসারদের সমন্বয় সভা

379

জয়পুরহাট, ৪ এপ্রিল, ২০১৮ (বাসস) : প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাবিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জয়পুরহাটে আজ বুধবার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আতাউর রহমান। সমন্বয় সভায় জেলায় শতভাগ বিদ্যালয়ে কাবিং কার্যক্রম সম্প্রসারণে নিয়মিত প্যাক মিটিং করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা স্কাউটসের কমিশনার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জোনের সহকারি পরিচালক মো: আব্দুর রশিদ, জেলা স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু , সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান। প্রতিটি বিদ্যালয়ে শতভাগ স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জেলার প্রতিটি বিদ্যালয়ে কাব ও স্কাউট দল গঠন ইতোমধ্যে শেষ হয়েছে। কাব ও স্কাউটিং কার্যক্রম টেকসই করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিট লিডার নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ইউনিটে কাব ও স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নে তদারকি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে ওই সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলার পাঁচ উপজেলার শিক্ষা কর্মকর্তা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।