‘মুক্তির দীপশিখা বঙ্গবন্ধু’ তথ্যচিত্র উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

336

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ (বাসস) : দুই বাংলার মৈত্রি, ভারত-বাংলাদেশ সৌহার্দ্যরে লক্ষ্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাঁচিয়ে রাখতে ‘মুক্তির দীপশিখা বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্রের সিডি আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে হস্তান্তর করেন তথ্যচিত্রের প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক সম্রাট তপাদার।
নৌপরিবহন মন্ত্রী তার কার্যালয়ে তথ্যচিত্রের সিডি উদ্বোধন করেন। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মদিনে এ বছরের ১৭ মার্চে কলকাতায় তথ্যচিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটিতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাক্ষাতকার রয়েছে।
তথ্যচিত্রটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের বেঙ্গল স্বামী বিবেকান্দ অ্যান্ড রাজীব ইয়ুথ সেন্টার। ইয়ুথ সেন্টারের কর্ণধার হলেন তথ্যচিত্রের প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক সম্রাট তপাদার। এ পর্যন্ত ১০ হাজার সিডি কলকাতা ও বাংলাদেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।