পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা মারা গেছেন

194

ঢাকা, ২৫ জুলাই, ২০১৮ ( বাসস ) : আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা মৃত্যুবরণ করেছেন।
রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে আজ দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুইবারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জনের বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আতœীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় সাবেক মন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন তারা।
কল্পরঞ্জন চাকমা বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।
খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর মর্যদায় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল চাকমা কল্পতরুর মৃত্যুতে পৃথক বিবৃতিতে অনুরূপ শোক প্রকাশ করেছেন।