বাসস দেশ-৪১ : ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ৩ চোরা কারবারি গ্রেপ্তার

398

বাসস দেশ-৪১
চট্টগ্রাম-আটক
২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ৩ চোরা কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম, ১৬ জুলাই ২০২০ (বাসস) : সড়ক পথে পাচারকালে ২০ হাজার লিটার চোরাই ফার্নেস অয়েলসহ ৩ চোরা কারবারিকে গ্রেপ্তার ও ফার্নেস অয়েল বাহী দু’টি ট্যাংকলরি জব্দ করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-৭ এর মিডিয়া উইং থেকে বিষয়টি জানানো হয়, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে গতরাত আড়াইটায় র‌্যাব এ অভিযান চালায়। ট্যাংকলরি দু’টি ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল।
র‌্যাব জানায়, আটক তিন চোরাকারবারি হলো: কর্ণফুলী থানার শিকল বাহাচর পাথরঘাটার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র জামাল হোসেন (৩৪), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার মৃত বেলায়েত খানের পুত্র, বর্তমানে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া নিবাসী আল আমিন (৩০) ও পাহাড়তলী সরাইপাড়ার হাবিবু ররহমানের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।ট্যাংকলরি দু’টো ( নং : চট্ট মেট্রো ৪১-০১০২ ও চট্ট মেট্রো ০১০৩) এবং আটক তিনজনকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের অভিযানের সময় মঈনউদ্দিন নামে একজন পালিয়ে যায়। সে পটিয়ার বাসিন্দা বলে ধৃতরা জানিয়েছে।
বাসস/জিই/কেএস/এমএআর/২১০১/এবিএইচ