সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

282

সিলেট, ১৬ জুলাই, ২০২০ (বাসস) : সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে, থেমে থেমে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে পানি এখনো বিপদসীমার উপর দিযে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ বেলা ১২ টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টেমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানির উচ্চতা এসে দাঁড়িয়েছে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপরে।
অন্যদিকে,ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি ৯ দশমিক ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ পয়েন্টে বিপদসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। শেওলা পয়েন্টে পানি বেড়ে হয়েছে ১৩ দশমিক ৫ সেন্টিমিটার। শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছে আট দশমিক ৩২ মিটারে।
অন্যদিকে,সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীর পানি কিছুটা কমেছে। এর পানি প্রবাহিত হচ্ছে ১০ দশমিক ৯৮ মিটারে। কানাইঘাটের লোভা নদীর পানি গতকালের চেয়ে আজ ১৪ দশমিক ৪১ সেন্টিমিটারে কমেছে।