পয়েন্ট হারালো লিভারপুল, রেলিগেটেড হয়ে গেল নরউইচ, শেফিল্ডের কাছে বিধ্বস্ত চেলসি

173

লন্ডন, ১২ জুলাই ২০২০ (বাসস) : শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে শীর্ষ চারের স্বপ্ন ধরে রাখতে বড় ধাক্কা খেয়েছে চেলসি। এদিকে এ্যানফিল্ডে বার্নলির সাথে ১-১ গোলে ড্র করে ঘরের মাঠে দীর্ঘ জয়ের ধারা শেষ করেছে লিভারপুল।
ব্রাইটনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা ১০ম মৌসুমের মত প্রিমিয়ার লিগে শীর্ষ চারে নিজেদের অবস্থান ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাহিম স্টার্লিং। যদিও দুই বছরের ইউরোপীয়ান নিষেধাজ্ঞার বিপক্ষে আপীলের রায়ের জন্য সিটিকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামীকাল নিশ্চিত হওয়া যাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তারা পাচ্ছে কিনা।
মিখাইল এন্টোনিওর চার গোলে ওয়েস্ট হ্যাম ৪-০ গোলে নরউইচকে পরাজিত করে আরো এক বছরের জন্য শীর্ষ লিগে নিজেদের অবস্থান সুসংহত করেছে। অন্যদিকে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন নিশ্চিত হয়েছে তলানির দল নরউইচের।
গত ১৩ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর এবারই প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল শেফিল্ড ইউনাইটেড। আর চেলসিকে বিধ্বস্ত করে এখনো শীর্ষ চারে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে ব্লেডসরা। এই জয়ে চতুর্থ স্থানে থাকা লিস্টারের তুলনায় পাঁচ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শেফিল্ড। চেলসি তৃতীয় স্থান ধরে রাখলেও লিস্টার ও ম্যানচেস্টার ইউনাইটেড যথাক্রমে বোর্নেমাউথ ও সাউদাম্পটনকে পরাজিত করলে পঞ্চম স্থানে নেমে যাবে।
ব্লুজরা ইতোমধ্যেই আগামী মৌসুমের জন্য টিমো ওয়ার্নার ও হাকিম জিয়েচকে দলে ভিড়িয়ে আক্রমনভাগ শক্তিশালী করেছে। কিন্তু ফ্র্যাংক ল্যাম্পার্ড আরো একবার সতর্ক করে দিয়ে বলেছেন এই মুহূর্তে দলের উন্নতি খুবই প্রয়োজন। ব্রামাল লেনে ১৮ মিনিটে ওলি ম্যাকবার্নির ডিফ্লেকটেড শটে কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন ডেভিড ম্যাকগোল্ড্রিক। দীর্ঘ প্রতিক্ষার পর প্রিমিয়ার লিগে গোল করলেন আয়ারল্যান্ডের এই অভিজ্ঞ এ্যাটাকার। ৩৩ মিনিটে ম্যাকবার্নির হেডে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন হলে চেলসির হতাশা বাড়ে। দ্বিতীয়ার্দের শুরুতে এন্টোনিও রুডিগারকে নামিয়েও দলের ভাগ্য ফেরাতে পারেননি ল্যাম্পার্ড। ম্যাচ শেষের ১৩ মিনিট আগে ম্যাকগোল্ড্রিকক দ্বিতীয় গোল করলে চেলসির বড় পরাজয় নিশ্চিত হয়। ল্যাম্পার্ড বলেছেন, ‘তারা আজ আমাদের তুলনায় শারিরীকভাবে ভাল অবস্থানে ছিল। আমি এর থেকে অনেক কিছুই শিখেছি যা কোনদিনই ভুলবো না।’
২০১৮ সালের জানুয়ারির পর এই প্রথমবারের মত প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ এ্যানফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। ৩৪ মিনিটে এন্ডি রবার্টসনের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ৬৯ মিনিটে জে রড্রিগুয়েজের গোলে সমতায় ফেরায় বার্নলি। দুই বছর আগে সিটির করা ১০০ পয়েন্টের রেকর্ড ছাড়িয়ে যেতে হলে জার্গেন ক্লপের দলকে এখন বাকি তিনটি ম্যাচেই জয় পেতে হবে। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমরা এখনো দরজা উন্মুক্ত রেখেছি, সেটা বন্ধ করে দেইনি। আজকের ম্যাচে আমাদেও অন্তত তিন থেকে চারটি গোল করা উচিত ছিল।’
ব্রাইটনের বিপক্ষে ৬টি লিগ ম্যাচে এই নিয়ে চতুর্থবারের মত সিটি চার অথবা তার থেকে বেশী গোল করলো। হ্যাটট্রিকের মাধ্যমে স্টার্লিং তার গোলস্যংকা মৌসুম সেরা ২৭’এ উন্নীত করলেন। ম্যাচের বাকি দুটি গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস ও বার্নান্ডো সিলভা। সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা আমাদের প্রাপ্য। কারন আমরা মাঠের থেকে এই যোগ্যতা অর্জণ করেছি। আশা করছি সোমবার উয়েফা আমাদে খেলার অনুমতি দিবে।’
ক্যারো রোডে লিগে টানা সপ্তম পরাজয়ে নরউইচের রেলিগেশন নিশ্চিত হয়েছে। এন্টোনিওর দুর্দান্ত পারফরমেন্সে ওয়েস্ট হ্যামের বড় জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে হ্যামার্স বস ড্যানিয়েল ফারকে বলেছেন, ‘প্রত্যাশা থেকেও আমরা ভাল করেছি। মোট কথা আমরা জয় দিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু এতটা আশা করিনি।’