বাসস ক্রীড়া-১ : রেড স্টার বেলগ্রেডের ছয়জন খেলোয়াড় পজিটিভ

102

বাসস ক্রীড়া-১
ফুটবল-করোনা
রেড স্টার বেলগ্রেডের ছয়জন খেলোয়াড় পজিটিভ
বেলগ্রেড, ১২ জুলাই ২০২০ (বাসস) : করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন রেড স্টার বেলগ্রেডের ছয়জন খেলোয়াড়। বর্তমান সার্বিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে দেশটি মহামারীর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই খেলোয়াড়রা প্রাক মৌসুম অনুশীলনের প্রথম ধাপে অংশ নিচ্ছে না। আগামী দুই সপ্তাহ তাদেরকে আইসোলেশনে রাখা হবে। রেড স্টার এ ব্যপারে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’
এর আগে গত ২২ জুন ক্লাবের পক্ষ থেকে পাঁচজন খেলোয়াড়ের করোনা পজিটিভের ঘোষনা দেয়া হয়েছিল। দুই দিন পর ক্লাবের খেলোয়াড়রা ১৮ হাজার সমর্থকের সামনে শিরোপা জয় উদযাপন করে।
প্রথম পর্যায়ের মহামারীর সময় সার্বিয়ান সরকার কঠোর লকডাউনে পুরো দেশ বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টও ছিল। শুক্রবার দেশটিতে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে।
সার্বিয়ায় শুধুমাত্র ফুটবলই কোভিড-১৯’এ ক্ষতিগ্রস্থ হয়নি। দু’জন খেলোয়াড় আক্রান্ত হওয়ায় ২২ জুন সার্বিয়ান বাস্কেটবল ফেডারেশন জাতীয় দলের অনুশীলন ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নেয়। ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবার কথা ছিল।
এর একদিন পর বিশে^র এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে। যদিও স্বস্ত্রীক সুস্থ হয়ে গত মঙ্গলবার থেকে জকোভিচ অনুশীলনে ফিরেছেন।
এ পর্যন্ত করোনাভাইরাসে সার্বিয়ায় সর্বমোট ৩৭০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করে।
বাসস/নীহা/১৫২০/স্বব