বাসস দেশ-৪৪ : অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য মারা গেছেন

411

বাসস দেশ-৪৪
শিশির কুমার – মৃত্যু
অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য মারা গেছেন
ঢাকা, ১০ জুলাই, ২০২০ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য আজ বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেছেন।
তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পড়াশোনা খুলনা, ঢাকা, রাজশাহী ও ইংল্যান্ডে। পিএইচডি করেছেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি কলেজ থেকে। তাঁর গবেষণার বিষয় গ্রহ-নক্ষত্রের সৃষ্টি ও বিবর্তন।
এ পর্যন্ত দশটির বেশি বই প্রকাশ হয়েছে তার ।যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মানুষ ও মহাবিশ্ব, মহাজাগতিক মহাকাব্য, কালের প্রকৃতি এবং অন্যান্য, সৌরজগৎ: সৃষ্টি ও নানা প্রসঙ্গ।
গত ডিসেম্বরে বাংলা একাডেমি পরিচালিত মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০১৯ অর্জন করেন অধ্যাপক শিশির
বাসস/সবি/কেসি/২০৫৫/স্বব