বাসস রাষ্ট্রপতি-১ : সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

168

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-শোক-সাহারা
সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
ঢাকা, ১০ জুলাই, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশের জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি আওয়ামী লীগের কঠিন সময়ে দলের পরীক্ষিত একজন নেতা ছিলেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনীতিতে তার অসাধারণ অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা সাহারা খাতুন তার সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র উন্নয়নে কাজ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘তার (সাহারা) মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিত রাজনীতিবিদকে হারালো।’
রাষ্ট্র প্রধান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের এমপি সাহারা খাতুন ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। তিনি ২০০৯ সালে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় এবং পরে তিনি টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত রাতে ব্যাংককের একটি হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বাসস/অনু-এমএজেড/১২৩২/আরজি